চট্টগ্রাম-৮

সংসদীয় আসন

Syed Hasan Azhari
এক নজরে

সৈয়দ হাসান আজহারী

"অন্যায়কে অন্যায় বলতে না পারলে মুসলমান হওয়ার দরকার নেই।"

আল-আজহার গ্র্যাজুয়েট ইসলামিক স্কলার সমাজসেবক

প্রারম্ভিক জীবন ও পরিবার

হযরত শাহজালাল (রহ.)-এর জালালি প্রেরণায় উজ্জীবিত ব্যক্তিত্ব সৈয়দ হাসান আজহারী। তাঁর জন্ম ১৯৯২ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের বায়েজিদে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

তিনি আল্লামা সৈয়দ আছিয়র রহমান আল-কাদরী (সাবেক অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ শিক্ষক পদকপ্রাপ্ত) এবং মরহুমা সৈyদা জাহানারা বেগমের জ্যেষ্ঠ পুত্র। পারিবারিক ঐতিহ্য, আলেমদের সাহচর্য এবং উন্নত শিক্ষা তাঁকে ছোটবেলা থেকেই জনকল্যাণমুখী করে তুলেছে।

পারিবারিক তথ্য

  • জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৯২ (বায়েজিদ, চট্টগ্রাম)
  • পিতা: আল্লামা সৈয়দ আছিয়র রহমান আল-কাদরী
  • মাতা: মরহুমা সৈয়দা জাহানারা বেগম (১৯৭১–২০২২)

শিক্ষা জীবন

প্রাথমিক শিক্ষা

শাহ হাবিবুল্লাহ প্রাথমিক বিদ্যালয়, কুলগাঁও

দাখিল ও আলিম

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা (২০০৭ ও ২০০৯)

GPA 5.00

স্নাতক (সম্মান)

আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশর (২০১৫)

বিভাগ: শরীয়াহ ও আইন (৮০% নম্বর)

এমফিল (গবেষণা)

ইউনিভার্সিটি অফ মালায়া, মালয়েশিয়া

গবেষণার বিষয়: ইসলামী আইনে বাল্যবিবাহ ও বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭

কর্মজীবন ও দক্ষতা

  • খতিব (বর্তমান) রেলওয়ে গাউসুল আজম শাহী জামে মসজিদ, ঢাকা ও আলী সারাং জামে মসজিদ, চট্টগ্রাম।
  • সাবেক অধ্যক্ষ (২০১৮-১৯) মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া, চট্টগ্রাম।
  • আরবি প্রশিক্ষক (২০১৬-১৭) আঞ্চলিক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, সাভার।
  • পাবলিক স্পিকার ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ২,০০০+ জনসভায় ভাষণ প্রদান।
মানুষের পাশে

মানবসেবায় অবদান

লিবিয়া সংকট (২০১১)

লিবিয়া যুদ্ধের সময় মিশর-লিবিয়া সীমান্তে স্বেচ্ছাসেবক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে সহায়তা করেন।

মিশরে বাংলাদেশ রাষ্ট্রদূতের সম্মাননা প্রাপ্ত
Libya Crisis

কোভিড-১৯ সেবা (২০২০)

করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে লাশের গোসল, কাফন ও দাফনে সরাসরি অংশগ্রহণ। অক্সিজেন ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা।

Covid 19 Service

বন্যা ও দুর্যোগ মোকাবেলা (২০২২-২৪)

সিলেট ও কুড়িগ্রামের ভয়াবহ বন্যা (২০২২), বিএম ডিপো অগ্নিকাণ্ড (২০২২), বঙ্গবাজার অগ্নিকাণ্ড (২০২৩) এবং ফেনি-ফটিকছড়ি বন্যায় (২০২৪) ত্রাণ ও উদ্ধার কার্যক্রম।

Flood Relief 1 Flood Relief 2

সামাজিক উদ্যোগসমূহ

পরিবেশ সুরক্ষা

বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতা তৈরি।

পানি বিতরণ

তীব্র গরমে পথচারী ও শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ।

কর্মসংস্থান সৃষ্টি

রিকশা বিতরণ ও আত্মনির্ভরশীলতা তৈরিতে সহায়তা।

ফ্রি মেডিকেল ক্যাম্প

বিনামূল্যে সুন্নতে খৎনা ও চিকিৎসা সেবা প্রদান।

নেতৃত্ব ও সংগঠন

প্রতিষ্ঠাতা, আযহারী সাইবার টিম বাংলাদেশ

২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মাধ্যমে হাজারো তরুণকে দ্বীনি শিক্ষা ও সমাজসেবায় উদ্বুদ্ধ করছেন।

সাবেক ভিপি, আল-আজহার ফরেন স্টুডেন্টস ইউনিয়ন

২০১৩-১৪ সালে ৮৪% ভোট পেয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এই পদে নির্বাচিত হন।

প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্র সমিতি (মিশর)

২০১২-১৩ সালে মিশরে বাংলাদেশি ছাত্রদের কল্যাণে কাজ করেছেন।

প্রতিবাদ ও সংগ্রাম

২০২৪-এর গণঅভ্যুত্থান

ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ। রিমান্ডের হুমকি উপেক্ষা করে শিক্ষার্থীদের পক্ষে রাজপথে অবস্থান।

নবীপ্রেম ও প্রতিবাদ

ফ্রান্স ও ভারতে মহানবী (সা.)-এর অবমাননার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বিশাল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব প্রদান।

ফিলিস্তিন সংহতি

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় জনসচেতনতা তৈরি এবং কোকা-কোলার মতো ইসরায়েল সমর্থক পণ্য বর্জনের ডাক।

পাঠ্যপুস্তক সংস্কার

পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী ও অনৈতিক বিষয়বস্তুর বিরুদ্ধে আপোষহীন অবস্থান ও জনমত গঠন।

দ্রব্যমূল্য ও দুর্নীতি

অসাধু সিন্ডিকেট, দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার প্রতিবাদ।

সার্বভৌমত্ব রক্ষা

ভারতীয় আধিপত্যবাদ এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতার পক্ষে অবস্থান।

"সৈয়দ হাসান আজহারী একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে বদ্ধপরিকর। শিক্ষা, সমাজসেবা ও সক্রিয় আন্দোলনের মাধ্যমে তিনি আজ লাখো তরুণের অনুপ্রেরণা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তিনি এক উজ্জ্বল বাতিঘর।"

– আযহারী সাইবার টিম এডমিন প্যানেল